কয়লা এবং চকের মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক পদার্থ তা কীভাবে বোঝা যায়?

 

 

 

 

 

 

 

 

 

 

কয়লা মূলত কার্বন দিয়ে তৈরি একটি মৌলিক পদার্থ। কয়লাকে ভাঙলে একই ধরনের উপাদান পাওয়া যায়, ভিন্ন ভিন্ন উপাদান পাওয়া যায় না। এ থেকে বোঝা যায়, কয়লা একটি মৌলিক পদার্থ।

আবার, চককে ভাঙলে ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন– এই তিনটি ভিন্ন ভিন্ন উপাদান বা মৌলিক পদার্থ পাওয়া যায়। যেহেতু চক তিনটি মৌলিক পদার্থ দিয়ে গঠিত, সুতরাং চক একটি যৌগিক পদার্থ।