বরফ পানিতে ভাসে কেন?

 

 

 

 

 

 

 

উত্তর : একটি বস্তু পানিতে ভেসে থাকবে যদি বস্তু কর্তৃক অপসারিত পানির ঘনত্ব, বস্তুর ঘনত্বের চেয়ে বেশি হয়। আর বস্তুর ঘনত্ব যদি বস্তু কর্তৃক অপসারিত পানির ঘনত্বের চেয়ে কম হয় তবে বস্তুটি পানিতে সম্পূর্ণরূপে নিমজ্জিত হবে। আমরা জানি পানি জমাট বেঁধে বরফে পরিণত হয়। পানি বরফে পরিণত হলে এর আয়তন বেড়ে যায়, কিন্তু ঘনত্ব কমে যায়। ফলে বরফ কর্তৃক অপসারিত পানির ঘনত্ব বরফের ঘনত্বের চেয়ে বেশি হয়। এ কারণেই বরফ পানিতে ভেসে থাকে।