চাপ কি? চাপের প্রতীক এবং একক কি?

 

 

 

 

 

চাপ হল একক ক্ষেত্রফলে কোন বস্তুর তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। একে P দ্বারা প্রকাশ করা হয়। চাপের SI একক প্যাসকেল (Pa)।

 

 

 

 

চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

যে সব বিষয়ের উপর চাপ নির্ভরশীল :
১. বিন্দুর গভীরতা : বিন্দুর গভীরতা যত বেশি হবে চাপ তত বৃদ্ধি পাবে।
২. তরলের ঘনত্ব : ঘনত্ব বৃদ্ধি পেলে চাপ বাড়বে।
৩. অভিকর্ষজ ত্বরণ : যেখানে অভিকর্ষজ ত্বরণ বেশি সেখানে চাপ বেশি হবে।