যেসব ভৌত রাশিকে অর্থপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় সেসব রাশিকে ভেক্টর রাশি (Vector quantity) বলে। যেমন- সরণ, ত্বরণ, বল ইত্যাদি ভেক্টর রাশির উদাহরণ।
কোনো রাশির সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা হয় ভেক্টর রাশি।
ভেক্টর রাশির নিয়ম
ভেক্টর রাশি কতগুলো নিয়ম মেনে চলে। যথা–
১। ভেক্টর রাশির মান ও অভিমুখ আছে।
২। দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না।
৩। দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর গতির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান হয়।
৪। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হয়।
৫। দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি।
৬। কোনো ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়।
৭। ভেক্টর রাশি যোগ সংযোজন ও বণ্টন সূত্র মেনে চলে।
৮। ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়।
এ সম্পর্কিত আরও কিছু প্রশ্নঃ–
- ভেক্টর রাশির অপর নাম কি?
- ভেক্টর রাশি মনে রাখার উপায় কি?
- স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য কি?
- ভেক্টর রাশি গুলো কি কি?
- ভেক্টর রাশির বৈশিষ্ট্য কী কী?