নিস্ক্রিয় গ্যাসসমূহ অত্যন্ত স্থিতিশীল। এ গ্যাসসমূহের যে কোন পরমাণুর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এর অন্য কোন মৌলের সাথে ইলেকট্রন আদান-প্রদান বা শেয়ার করে না এমনকি নিজেদের মধ্যেও নয়। ফলে কোন প্রকার বন্ধন গঠিত হয় না বলেই নিস্ক্রিয় গ্যাসসমূহ এক পরমাণুক।