ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে সকল কোষ সুগঠিত নয় এবং ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে ঐসকল কোষকে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলে। ব্যাকটেরিয়ার কোষে এসব বৈশিষ্ট বিদ্যমান। তাই ব্যাকটেরিয়ার কোষকে আদি কোষ বলা হয়।