লোহার নিষ্ক্রিয়তা কাকে বলে? লোহার উপর মরিচা পড়া কি ধরনের পরিবর্তন? ব্যাখ্যা কর।

 

 

 

 

 

গাঢ় নাইট্রিক এসিডে বা ধূমায়িত নাইট্রিক এসিডে লোহাকে নিমজ্জিত করলে লোহার উপর ফেরিক অক্সাইডের (Fe₂O₃) পাতলা প্রলেপ পড়ে। এতে লোহা বিক্রিয়া করার ক্ষমতা হারিয়ে ফেলে। এরূপ লোহাকে নিষ্ক্রিয় লোহা এবং এই ধর্মকে লোহার নিষ্ক্রিয়তা বলে।

লোহার উপর মরিচা পড়া কি ধরনের পরিবর্তন? ব্যাখ্যা কর।

লোহার উপর মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন।

ব্যাখ্যা : এক টুকরা লোহাকে বহুদিন আর্দ্র বাতাসে রেখে দিলে তার উপর বাতাসের অক্সিজেন (O2) ও জলীয় বাষ্পের (H2O) বিক্রিয়ায় পানিযুক্ত ফেরিক অক্সাইড (পানিযুক্ত ফেরিক অক্সাইড) উৎপন্ন হয় যা মরিচা নামে পরিচিত। মরিচার ধর্ম লোহা, অক্সিজেন ও পানি হতে সম্পূর্ণ আলাদা।
অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণ নতুন যৌগ উৎপন্ন হয়েছে। সুতরাং লোহার উপর মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন।

4Fe + 10H2O + O2 → 2(Fe2O3.3H2O) + 4H2