দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কত প্রকার ও কি কি?

 

 

 

 

 

 

 

 

যে সমাসের প্রত্যেক পদের অর্থই সমানভাবে প্রধান থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন– ভাল ও মন্দ = ভালমন্দ, আয় ও ব্যয় = আয়ব্যয় ইত্যাদি।