ডাল্টনের আংশিক চাপ সূত্রটি হলো– “কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ঐ মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান”।
মনে করি, স্থির তাপমাত্রায় V আয়তনের একটি আবদ্ধ পাত্রে একটি গ্যাস মিশ্রণে n সংখ্যক উপাদান গ্যাস রাসায়নিকভাবে বিক্রিয়াহীন অবস্থায় মিশ্রিত আছে। গ্যাস মিশ্রণের মোট চাপ, P এবং উপাদান গ্যাসসমূহের আংশিক চাপ যথাক্রমে P1, P1, P1 … Pn। তাহলে, ডাল্টনের আংশিক চাপ সূত্রানুসারে,
P=P1+P2+P3+…+Pn
আংশিক চাপ সূত্রের ব্যবহার (Application of Dalton’s law of partial pressure)
ক. গ্যাস মিশ্রণের চাপ নির্ণয় : নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পরের সাথে বিক্রিয়া করে না এই ধরনের কয়েকটি গ্যাসকে মিশ্রিত করলে মিশ্রিত গ্যাসের চাপ বয়েলের সূত্র ও ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়।
খ. আর্দ্র গ্যাসের চাপ নির্ণয় : পরীক্ষাগারে সাধারণত পানির নিম্নমুখী অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ করা হয়। কিন্তু এতে গ্যাসের সঠিক চাপ পাওয়া যায় না। কারণ সেই গ্যাসের সাথে জলীয় বাষ্পের চাপ থাকে।.