কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া প্রথমে ধীরে ঘটলেও পরে ক্রমান্বয়ে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। কারণ বিক্রিয়ায় উৎপন্ন কোনাে একটি উৎপাদ ঐ বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। এই প্রভাবককে স্ব-প্রভাবক বলে।
অক্সালিক এসিড দ্রবণকে KMnO4 দ্বারা টাইট্রেশনের সময় সালফিউরিক এসিডযুক্ত অক্সালিক এসিড দ্রবণে ফোঁটার ফোঁটায় KMnO4 যােগ করা হয়। এক্ষেত্রে প্রথমদিকে KMnO4 বর্ণ ধীরে ধীরে লুপ্ত হয়। কিন্তু কিছুক্ষণ পর এই বর্ণ দ্রুত নষ্ট হতে থাকে। কারণ বিক্রিয়ায় উৎপন্ন ম্যাঙ্গানাস আয়ন (Mn2+) স্ব-প্রভাবকরূপে কাজ করে।
HOOC – COOH + H2SO4 + KMnO4 → K2SO4 + MnSO4 + CO2 + H2O