প্রতীক, সংকেত বা চিহ্নের সাহায্যে একটি রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে।
অন্যভাবে, রাসায়নিক বিক্রিয়ার প্রতীকি প্রকাশকে রাসায়নিক সমীকরণ বলে। অর্থাৎ একটি বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে সম্পর্ক প্রকাশের সহজতম উপায় হলাে রাসায়নিক সমীকরণ।
রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো নিচে তুলে ধরা হলো–
১. রাসায়নিক বিক্রিয়ায় যদি একটি বিক্রিয়ক থাকে তবে এর সংকেতের আর যদি একাধিক বিক্রিয়ক থাকে তবে এদের সংকেতের মাঝে যোগ (+) চিহ্ন দিয়ে বামদিকে লিখতে হয়।
২. উৎপাদ একটি হলে এর সংকেত এবং একাধিক হলে এদের সংকেতের মাঝে (+) চিহ্ন দিতে হয়।
৩. বিক্রিয়ক ও উৎপাদের মাঝে (=) বা (→) চিহ্ন দেওয়া হয়। যেমন : 2H2 + O2 = H2O
৪. (=) চিহ্ন দিলে উভয় পাশের পরমাণুর সংখ্যা সমান করতে হবে।
৫. (→) চিহ্ন দিলে উভয় পাশের পরমাণুর সংখ্যা সমান না করলেও হবে।
৬. উভমুখী বিক্রিয়াকে (⇌) চিহ্ন দিয়ে লিখতে হয়। যেমন : N2 + H2 ⇌ NH3।