ব্যবসায় পরিকল্পনা হলো এমন একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারণা, অধ্যয়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়।
ব্যবসায় পরিকল্পনার ধাপ (Step of Business plain)
একজন উদ্যোক্তা ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট কতকগুলো ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এগুলোকে ব্যবসায় পরিকল্পনার ধাপ বলা হয়ে থাকে। নিচে ব্যবসায় পরিকল্পনার ধাপগুলো বর্ণনা করা হলো-
- ব্যবসায় প্রবন্ধ ধারণা চিহ্নিতকরণ : এটি হলো ব্যবসায় পরিকল্পনার প্রথম ধাপ। বিভিন্ন ধারণা হতে উদ্যোক্তার কাছে গ্রহণযোগ্য এমন কিছু প্রকল্প ধারণা সংক্রান্ত চিহ্নিতকরণ। প্রকল্প ধারণা চিহ্নিতকরণ হচ্ছে ধারণার ভিত্তিতে একটি বিকল্প তালিকা প্রস্তুত করা।
- প্রকল্পের প্রাক সম্ভাব্যতা যাচাই : প্রকল্প ধারণা চিহ্নিতকরণ পর্যায়ে যে সকল প্রকল্পের একটি তালিকা প্রস্তুত করা হয় সে সকল প্রকল্প প্রাথমিকভাবে বিচার বিশ্লেষণ করে যথোপযুক্ত প্রকল্পগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হয় এ স্তরে।
- প্রকল্পের সম্ভাব্যতা যাচাই : প্রকল্পের প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল অনুকূলে হলে বাস্তব প্রকল্প প্রণয়নে কাজ শুরু হয়। ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়।
- প্রকল্প নির্বাচন : এ পর্যায়ে মাইক্রো স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে যে প্রকল্পের ব্যাক বেশি হবে সেটিকে ব্যবসায় উদ্যোক্তা বিনিয়োগের জন্য নির্বাচন করে এবং উক্ত প্রকল্পটি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করে।
- ব্যবসায় প্রতিবেদন তৈরি : ব্যবসায় পরিকল্পনার শেষ ধাপ বা পর্যায় হলো বাছাই করা প্রকল্পের একটি প্রতিবেদন তৈরি করা।