তাপোৎপাদী বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। সাধারণভাবে সকল দহন বিক্রিয়া তাপোৎপাদী। যেমন, কাঠকে বাতাসে দহন করলে তাপ উৎপন্ন হয়। এখানে কাঠের দহন একটি তাপোৎপাদী বিক্রিয়া।
তাপহারী বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। যেমন, পানির মধ্যে গ্লুকোজ যোগ করলে পানি কিছুটা ঠান্ডা হয়ে যায়। কারণ এক্ষেত্রে পানি ও গ্লুকোজের দ্রবণ পরিবেশ থেকে তাপ শোষণ করে।
বিক্রিয়ায় উৎপন্ন বা শোষিত তাপকে ΔH এর মাধ্যমে দেখানো হয়। ΔH এর মান ঋণাত্মক হলে বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া। আর ΔH এর মান ধনাত্মক হলে বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া।