কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয় অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখদিকে ঘটতে থাকে, তখন তাকে একমুখী বিক্রিয়া (Irreversible Reaction) বলে।
একমুখী বিক্রিয়ায় শুধু বিক্রিয়ক পদার্থ বা পদার্থসমূহ উৎপাদে পরিণত হয়। বিক্রিয়ায় উৎপন্ন একাধিক উৎপাদের মধ্যে যে কোনো একটি উৎপাদকে বিক্রিয়া মাধ্যম থেকে অপসারণ করা হলে উৎপন্ন পদার্থসমূহ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে না। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে একমুখী তীর চিহ্ন (→) ব্যবহার করে বিক্রিয়ার সমীকরণ উপস্থাপন করা হয়।
উদাহরণ : চুনাপাথর (ক্যালসিয়াম কার্বনেট; CaCO3) কে উচ্চ তাপে উত্তপ্ত করলে চুনাপথর বিযোজিত হয়ে চুন (ক্যালসিয়াম অক্সাইড; CaO) ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে। খোলা পাত্রে সংঘটিত এই বিক্রিয়া একমুখী বিক্রিয়ার উদাহরণ। বিক্রিয়াটি হল–
CaCO3(s) → CaO(s) + CO2(g)↑
বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ কঠিন ক্যালসিয়াম অক্সাইড ও গ্যাসীয় কার্বন ডাই-অক্সাইড। খোলা পাত্রে এই বিক্রিয়া সম্পন্ন করা হলে গ্যাসীয় উৎপাদ কার্বন ডাই-অক্সাইড বিক্রিয়াপাত্র থেকে অপসারিত হয়। ফলে ক্যালসিয়াম অক্সাইড (CaO) ও কার্বন ডাই-অক্সাইড পুনরায় বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) উৎপন্ন করতে পারে না। অর্থাৎ বিপরীত বিক্রিয়া সম্পন্ন করে না।