কিছু পদার্থ প্রভাবকের প্রভাবন ক্রিয়া নষ্ট বা হ্রাস করে। এদেরকে প্রভাবক বিষ বলে।
যেমন – SO2-এর জারণ বিক্রিয়ায় Pt প্রভাবক হিসেবে কাজ করে। Pt-এর সাথে সামান্য পরিমাণ As2O3 যােগ করলে Pt-এর প্রভাবন ক্রিয়া বন্ধ হয়ে যায়।
এক্ষেত্রে As2O3 প্রভাবক বিষ হিসেবে কাজ করে। প্রভাবকের পৃষ্ঠতলের সক্রিয় স্থানগুলােতে প্রভাবক বিষ দৃঢ়ভাবে অধিশােষিত হওয়ায় বিক্রিয়ক অণু প্রভাবক পৃষ্ঠতলে অধিশােষিত হতে পারে না । ফলে প্রভাবকের প্রভাবন ক্রিয়া নষ্ট হয়।
আবার, যে সকল রাসায়নিক পদার্থের উপস্থিতি প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে প্রভাবক সহায়ক বলে। যেমন হেবার পদ্ধতিতে অ্যামােনিয়া উৎপাদনের ক্ষেত্রে Mo বা KOH প্রভাবক লৌহচূর্ণের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং Mo ধাতু বা KOH এক্ষেত্রে প্রভাবক সহায়ক।