প্রশ্ন-১. মাল্টিমিডিয়া (Multimedia) কি?
উত্তর : মাল্টিমিডিয়া (Multimedia) হলো এমন একটি মাধ্যম, যাতে বিভিন্ন ধরনের তথ্যকে (যেমন লিপি, শব্দ, চিত্র, এনিমেশন, ভিডিও প্রভৃতি) একসাথে দর্শক/ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হয়।
১. মূলত মাল্টিমিডিয়ার মিডিয়া কয়টি?
অথবা, কয়টি মিডিয়াকে মাল্টিমিডিয়ার মিডিয়া বলে গণ্য করা যায়?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
উত্তর : ক) ৩টি
২. প্রাথমিকভাবে মাল্টিমিডিয়াকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তর : ক) দুই প্রকার
৩. কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া নয়?
ক) বর্ণ
খ) সময়
গ) চিত্র
ঘ) শব্দ
উত্তর : খ) সময়
৪. বর্ণ, শব্দ ও চিত্রের একত্ৰিত রপকে কি বলা হয়?
ক) Internet
খ) Multimedia
গ) Media
ঘ) Applieation
উত্তর : খ) Multimedia
৫. মাল্টিমিডিয়ার মিডিয়া নয় কোনটি?
ক) বর্ণ
খ) চিত্র
গ) শব্দ
ঘ) বিদ্যুৎ
উত্তর : ঘ) বিদ্যুৎ
৬. মাল্টিমিডিয়া বলতে কি বুঝায়?
ক) বর্ণের ব্যবহার
খ) শব্দের ব্যবহার
গ) ছবির ব্যবহার
ঘ) বর্ণ, শব্দ ও ছবির ব্যবহার
উত্তর : ঘ) বর্ণ, শব্দ ও ছবির ব্যবহার
৭. কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া?
ক) বর্ণ
খ) শব্দ
গ) চিত্র
ঘ) সবগুলােই
উত্তর : ঘ) সবগুলােই
৮. মাল্টিমিডিয়ার ধারণায় বর্ণ কীরূপ?
ক) স্থির
খ) চলমান
গ) অক্ষয়
ঘ) বিট
উত্তর : খ) চলমান
৯. বর্ণ, শব্দ ও চিত্রের সমন্বয় হচ্ছে–
ক) ইন্টারনেট
খ) মাল্টিমিডিয়া
গ) মিডিয়া
ঘ) প্রয়ােগ
উত্তর : খ) মাল্টিমিডিয়া
১০. কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া নয়?
ক) শব্দ
খ) বর্ণ
গ) চিত্র
ঘ) ইন্টারনেট
উত্তর : ঘ) ইন্টারনেট