ট্রাপিজিয়াম একটি সামান্তরিক- ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

ট্রাপিজিয়াম : যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।

সামান্তরিক : যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে।

ট্রাপিজিয়াম ও সামান্তরিকরে সংজ্ঞা তুলনা করলে আমরা দেখি যে, এরা উভয়েই চতুর্ভুজ এবং এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই ট্রাপিজিয়াম হয় কিন্তু সামান্তরিকের দুই জোড়া বিপরীত বাহুই সমান্তরাল। তাই আমরা বলতে পারি ট্রাপিজিয়াম একটি সামান্তরিক উক্তিটি সঠিক নয়।