গ্যালাক্সি (Galaxy) হলো অসংখ্য গ্রহ ও নক্ষত্রের এক বৃহৎ গুচ্ছ। মহাবিশ্বে অনেক বস্তু বা পদার্থ মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। মহাবিশ্বের কোনো কোনো অংশে এসব বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি। যেসব অংশে এসব পদার্থ বা বস্তু বেশি জড়ো বা ঘনীভূত হয় তাদেরকে গ্যালাক্সি বলা হয়।
অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ ব্যাখ্যা কর।
সৌরজগতে পৃথিবী ব্যতীত যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ কিন্তু পৃথিবী ও যেকোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ।
সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ কিন্তু পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ। তাই অভিকর্ষও এক ধরনের মহাকর্ষ।