ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ওজন হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল যা বস্তুটিকে নির্দিষ্ট দিকে আকর্ষণ করে। অর্থাৎ ওজন হচ্ছে ভেক্টর রাশি। অপরদিকে ভর হচ্ছে বস্তুতে মোট পদার্থের পরিমাণ। যার কোনো দিক নেই, তাই ভর স্কেলার রাশি।
অতএব, বলা যায় যে ওজন ও ভর একই ধরনের রাশি নয়।