দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাই হলো অস্পর্শ বল। আবার মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলই মহাকর্ষ বল। মহাকর্ষ বলের ক্ষেত্রে বস্তুদ্বয়ের মধ্যে কোনো সংস্পর্শ নেই তবুও এই বল কাজ করে। যেমন – পৃথিবী ও সূর্যের মধ্যে 15 কোটি কিলোমিটার দূরত্ব থাকার পরও এদের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়াশীল। যেহেতু মহাকর্ষ বলও দুটি বস্তুর কোনো প্রত্যক্ষ সংস্পর্শ নেই, অতএব, মহাকর্ষ বল একটি অস্পর্শ বল।