প্রশ্ন-১. কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত?
উত্তর : ইউরেনাস।
প্রশ্ন-২. সূর্য ও পৃথিবীর মধ্যে সম্পর্ক কী?
উত্তর : পৃথিবী সূর্যের একটি গ্রহ, যা সূর্যকে কেন্দ্র করে সব সময় ঘুরছে।
প্রশ্ন-৩. পৃথিবী কীভাবে ঘুরছে?
উত্তর : পৃথিবী দু’ভাবে ঘুরছে। পৃথিবী তার নিজ অক্ষের উপর পাক খাচ্ছে আবার সূর্যকে কেন্দ্র করে এক বছরে একবার ঘুরে আসছে।
প্রশ্ন-৪. ঋতু পরিবর্তিত হয় কেন?
উত্তর : পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে বলে ঋতু পরিবর্তিত হয়।
প্রশ্ন-৫. কে প্রথম ধারণা দেন যে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে?
উত্তর : জ্যোতির্বিদ কোপারনিকাস।
প্রশ্ন-৬. কোপারনিকাসের মডেলের তথ্যগুলো কী ছিল?
উত্তর : পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে ও পৃথিবী তার নিজ অক্ষের উপর কেন্দ্র করে ঘোরে।
প্রশ্ন-৭. আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে?
উত্তর : আটটি গ্রহ।
প্রশ্ন-৮. আমাদের সৌরজগতে সূর্য কোথায় অবস্থান করছে?
উত্তর : সৌরজগতে কেন্দ্রে।
প্রশ্ন-৯. সূর্য কী?
উত্তর : সূর্য একটি নক্ষত্র।
প্রশ্ন-১০. বুধ গ্রহ কত দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে?
উত্তর : ৮৮ দিনে।
প্রশ্ন-১১. সৌরজগতের সকল শক্তির মূল উৎস কী?
উত্তর : সূর্য।
প্রশ্ন-১২. শুক্র গ্রহ কত দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে?
উত্তর : ২২৫ দিনে।
প্রশ্ন-১৩. সূর্য থেকে দূরত্বের বিবেচনায় পৃথিবী সৌরজগতের কততম গ্রহ?
উত্তর : তৃতীয়।
প্রশ্ন-১৪. সূর্যের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
উত্তর : বৃহস্পতি।
প্রশ্ন-১৫. চাঁদ কী?
উত্তর : চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ।
প্রশ্ন-১৬. কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
উত্তর : পৃথিবীর চারপাশে মানুষের প্রেরিত বিভিন্ন উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ বলে।
প্রশ্ন-১৭. একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদ কত সময় নেয়?
উত্তর : ২৭ দিন ৮ ঘন্টা।
প্রশ্ন-১৮. গ্রহাণু কি?
উত্তর : গ্রহাণু হলো গ্রহের চেয়ে আকারে ছোট কঠিন শিলাময় বা ধাতব বস্তু।
প্রশ্ন-১৯. পৃথিবী একমাত্র আদর্শ গ্রহ কেন?
উত্তর : পৃথিবী একমাত্র আদর্শ গ্রহ, কারণ কেবল পৃথিবীতে জীবনের জন্য উপযোগী উপকরণ ও পরিবেশ রয়েছে।
প্রশ্ন-২০. আহ্নিক গতি কাকে বলে?
উত্তর : পৃথিবী নিজ অক্ষের ওপর কেন্দ্র করে ২৪ ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। পৃথিবীর এ গতিকে আহ্নিক গতি বলে।
প্রশ্ন-২১. আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল লেখ।
উত্তর : আহ্নিক গতির ফলে দিন ও রাত্রির পরিবর্তন হয়। আর বার্ষিক গতির ফলে দিন-রাত ছোট বা বড় হয় এবং ঋতুর পরিবর্তন হয়।
প্রশ্ন-২২. সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না; বরং পৃথিবীই সূর্যকে কেন্দ্র করে ঘোরে? ব্যাখ্যা করো।
উত্তর : আপাতদৃষ্টিতে মনে হয় সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। কিন্তু আমরা যখন গাড়িতে করে যাওয়া-আসা করি নিজেদের গতিশীল অবস্থাকে স্থির ও পাশের স্থির গাছপালাকে পেছনের দিকে গতিশীল মনে হয়। আর সূর্যের ব্যাপারটিও তেমনি। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে; কিন্তু পৃথিবী থেকে আমাদের মনে হয় সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে।
প্রশ্ন-২৩. সূর্যকে ছোট দেখায় কেন?
উত্তর : সূর্য মাঝারি আকারের একটি নক্ষত্র। এটি পৃথিবীর তুলনায় লক্ষ লক্ষ গুণ বড়; কিন্তু সূর্য পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তাই পৃথিবী থেকে সূর্যকে ছোট দেখায়।
দ্রাঘিমা রেখা কাকে বলে?
উত্তর : নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাকে মধ্য রেখাও বলা হয়। দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত এবং সমান্তরাল নয়।