উত্তরঃ নিচে এর গঠন বর্ণনা করা হলো- পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় ৩৫০০ কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা হলো কেন্দ্রমণ্ডল। পৃথিবী সৃষ্টির পর বাইরের অংশ থেকে তাপ চলে যাওয়ায় ভূপৃষ্ঠ ঠাণ্ডা; কিন্তু কেন্দ্রের দিক থেকে তাপ বেরিয়ে আসতে না পারায় কেন্দ্রমণ্ডল বেশ উত্তপ্ত। এখানে নিকেল, লোহা, সিসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে। এটি বাইরের দিকে গলিত এবং ভেতরের অংশে কঠিন অবস্থায় থাকে।