সরল মুনাফা কাকে বলে? লাভ ও ক্ষতি বলতে কি বুঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে সরল মুনাফা (simple profit) বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। যেমন, বার্ষিক মুনাফার হার ৭% বলতে বোঝায় ১০০ টাকায় ১ বছরের মুনাফা ৭ টাকা।

লাভ ও ক্ষতি বলতে কি বুঝায়?

ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। আর ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। আবার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটিই হয় না। লাভ বা ক্ষতি ক্রয়মূল্যের ওপর হিসাব করা হয়।
উদাহরণ : কোনো দ্রব্য ১০ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করলে লাভ = ১২ – ১০ = ২ টাকা।
আবার কোনো দ্রব্য ১০ টাকায় ক্রয় করে ৮ টাকায় বিক্রয় করলে ক্ষতি = ১০ – ৮ = ২টাকা।