ডেটা কমিউনিকেশন মাধ্যম কাকে বলে? কত প্রকার ও কি কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম (Data Communication Medium) বলে। যখন কেউ যোগাযোগ করে বা করতে চায় তখন তাকে কোন না কোন ট্রান্সমিশন মাধ্যমের সাহায্য নিতে হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

বহুল ব্যবহৃত হয় এমন ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই ধরনের। যথা–
১. তার মাধ্যম (Wire Medium) : ক্যাবল/তার, টেলিফোন লাইন, ফাইবার অপটিক লাইন ইত্যাদি।
২. তারবিহীন বা বেতার মাধ্যম (Wireless Medium) : বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি।