প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে সরল মুনাফা (simple profit) বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। যেমন, বার্ষিক মুনাফার হার ৭% বলতে বোঝায় ১০০ টাকায় ১ বছরের মুনাফা ৭ টাকা।
লাভ ও ক্ষতি বলতে কি বুঝায়?
ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। আর ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। আবার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটিই হয় না। লাভ বা ক্ষতি ক্রয়মূল্যের ওপর হিসাব করা হয়।
উদাহরণ : কোনো দ্রব্য ১০ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করলে লাভ = ১২ – ১০ = ২ টাকা।
আবার কোনো দ্রব্য ১০ টাকায় ক্রয় করে ৮ টাকায় বিক্রয় করলে ক্ষতি = ১০ – ৮ = ২টাকা।