যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে, তাকে ইউনিকাস্ট (Unicast) ট্রান্সমিশন মোড বলে। এই পদ্ধতিতে অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না। যেমন– পেজার। ইউনিকাস্ট ট্রান্সমিশনে সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স, ফুল-ডুপ্লেক্স মোড হয়ে থাকে।