PV = nRT সমীকরণটি কঠিন পদার্থের জন্য প্রযোজ্য নয় কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

PV = nRT সমীকরণটি বয়েল, চার্লস ও অ্যাভোগেড্রোর সূত্রের সমন্বয়ে পাওয়া যায়। কোনো গ্যাসের আয়তনের সাথে চাপ, তাপমাত্রা ও গ্যাসের অণুর সংখ্যার সম্পর্কযুক্ত সূত্রগুলো যথাক্রমে বয়েল, চার্লস ও অ্যাভোগেড্রোর সূত্র। এ সকল সূত্র শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাই কঠিন পদার্থের জন্য PV = nRT সমীকরণটি প্রযোজ্য নয়।