গন্ধক কি? গন্ধকের ব্যবহার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

গন্ধক একটি অধাতব মৌলিক পদার্থ। এ পদার্থের রঙ উজ্জ্বল হলুদ। গন্ধক প্রধানত ব্যবহার করা হয় বারুদ তৈরি করতে। কিছু ওষুধ তৈরি করতেও গন্ধক লাগে। আরো অনেক কাজে এ পদার্থ ব্যবহার করা হয়। যেমন–
১. নানা রকমের রং তৈরি করতে;
২. সার প্রস্তুতিতে;
৩. সালফিউরিক এসিড উৎপাদনে;
৪. রাবার ভলকানাইজেশনে।