উদ্ভিদের জন্য পাতা ও কাণ্ডের গুরুত্ব কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তর : উদ্ভিদের জন্য পাতা ও কাণ্ডের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো–
পাতার গুরুত্ব :
  • খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে।
  • গ্যাসের আদান-প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ। শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয়।
  • উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে। এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বের করে দেয়।
কাণ্ডের গুরুত্ব:
  • কাণ্ড পাতা, ফুল ও ফল এবং শাখা-প্রশাখার ভার বহন করে।
  • কাণ্ড শাখা-প্রশাখা ও পাতাকে আলোর দিকে মেলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়।
  • কাণ্ডে শোষিত পানি, খনিজ লবণ শাখা-প্রশাখা পাতা, ফুল ও ফলে পরিবাহিত করে।
  • পাতায় তৈরি খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে।