মসফেট (Mosfet)-এর পূর্ণনাম Metal oxide semiconductor field effect transistor. মসফেটের ‘গেট’-এর উপর সিলিকন ডাই-অক্সাইডের একটি পাতলা প্রলেপ দেওয়া থাকে, যা গেট এবং চ্যানেলের মধ্যে ক্যাপাসিটর সৃষ্টি করে। এজন্য একে ইনসুলেটেড গেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (IGFET) বলা হয়। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরকে সংক্ষেপে মসফেট বলে। এটি তিন প্রান্ত বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস, যার ইলেকট্রন বা হােলের প্রবাহ দ্বারা কারেন্ট প্রবাহ ঘটে।