কঙ্কাল বা ঐচ্ছিক পেশি কাকে বলে? তরুণাস্থি বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে পেশি প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হয় তাকে কঙ্কাল পেশি বলে। কার্যকারিতা অনুসারে কঙ্কাল পেশি ৭ প্রকার হয়। যথা- i. ফ্লেক্সর পেশি; ii. এক্সটেনসর পেশি; iii. অ্যাবডাকটর পেশি; iv. অ্যাডাক্টর পেশি; v. ডিপ্রেসর পেশি; vi. লিভেটর পেশি; vii. রোটেটর পেশি।

 

তরুণাস্থি বলতে কী বোঝায়?

তরুণাস্থি যোজক কলার ভিন্নরূপ। এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ থাকে, নিউক্লিয়াসটি গোলাকার, কন্ড্রিনের মাঝে গহ্বর দেখা দেয়। কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রিওসাইট থাকে। সব তরুণাস্থি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে, যা পেরিকন্ড্রিয়াম নামে পরিচিত। আবরণটি দেখতে চকচকে সাদা। অর্থাৎ তরুণাস্থি সাধারণত সাদা, নীলাভ ও চকচকে হয়ে থাকে।