বিয়ার ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা ও প্রয়োগ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিয়ার ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা

বিয়ার ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা নিচে তুলে ধরা হলো :

১. দ্রবণের তাপমাত্রা বেশি হলে এই সূত্র কার্যকর হয় না।

২. দ্রবণের মধ্য দিয়ে যে আলো চালিত করতে হবে তাকে অবশ্যই একবর্ণী আলো হতে হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩. দ্রবণের মধ্যস্থিত উপাদানসমূহ পরস্পরের সাথে বিক্রিয়া করলে এই সূত্র কার্যকর হয় না। 

বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ
বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ নিম্নরূপঃ
১. কোনো পদার্থের অজানা ঘনমাত্রা নির্ণয়ে।
২. পারমাণবিক শোষণ বর্ণালিতে পরিমাণগত বিশ্লেষণে।
৩. UV-Visible বর্ণালিতে পরিমাণগত বিশ্লেষণে।