. যার ওজন আছে, যা স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে।
২. পদার্থের ঘনত্ব আছে।
৩. পদার্থকে ধ্বংস কিংবা রূপান্তর করা যায়।
৪. এর তিনটি দশা বিদ্যমান।
৫. উদাহরণ : পানি, বাতাস, মাটি ইত্যাদি।
শক্তি
১. কাজ করার ক্ষমতা বা সামর্থ্যকে শক্তি বলে।
২. শক্তির কোন ঘনত্ব নাই।
৩. শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়।
৪. শক্তির নানান দশা থাকে।
৫. উদাহরণ : তাপ, আলোক ইত্যাদি।
১. কাজ করার ক্ষমতা বা সামর্থ্যকে শক্তি বলে।
২. শক্তির কোন ঘনত্ব নাই।
৩. শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়।
৪. শক্তির নানান দশা থাকে।
৫. উদাহরণ : তাপ, আলোক ইত্যাদি।