যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে।
অনবায়নযোগ্য শক্তির শ্রেণিবিভাগ
প্রায় সকল প্রকার জীবাশ্ম জ্বালানি এ শ্রেণির অন্তর্ভুক্ত। এদের মধ্যে রয়েছেঃ
- কয়লা,
- প্রাকৃতিক গ্যাস ও
- খনিজ তেল।
অনবায়নযোগ্য শক্তির সুবিধা কীভাবে পাওয়া যায়?
অনবায়নযোগ্য শক্তির সুবিধা মূলত দুই দিক থেকে পাওয়া যায়। (i) দাম ও (ii) প্রাচুর্য।
বেশিরভাগ যন্ত্রপাতি বা যানবাহন অনবায়নযোগ্য শক্তির সাহায্যে চলে। এদের নবায়নযোগ্য শক্তির সাহায্যে চালাতে অনেক বেশি খরচ লাগে। সাধারণত গ্যাস বা তেলে কম খরচে এসব যানবাহন বা যন্ত্রপাতি চলে।
বেশিরভাগ যন্ত্রপাতি বা যানবাহন অনবায়নযোগ্য শক্তির সাহায্যে চলে। এদের নবায়নযোগ্য শক্তির সাহায্যে চালাতে অনেক বেশি খরচ লাগে। সাধারণত গ্যাস বা তেলে কম খরচে এসব যানবাহন বা যন্ত্রপাতি চলে।
কিন্তু নবায়নযোগ্য শক্তির উৎস যেমন, রিচার্জ ব্যাটারি, সৌরশক্তি দ্বারা অনেক যানবাহন চালানো কষ্টসাধ্য ও ব্যয়বহুল।
অনবায়নযোগ্য জ্বালানি সস্তা, এদের অল্প পরিমাণ থেকে বেশি শক্তি পাওয়া যায়, যেমন অল্প ইউরেনিয়াম থেকে অনেক বিদ্যুৎশক্তি পাওয়া যায়।
অনবায়নযোগ্য জ্বালানি সস্তা, এদের অল্প পরিমাণ থেকে বেশি শক্তি পাওয়া যায়, যেমন অল্প ইউরেনিয়াম থেকে অনেক বিদ্যুৎশক্তি পাওয়া যায়।