সূর্য থেকে তাপ বা আলোক রূপে যে শক্তি পাওয়া যায় তাকেই সৌরশক্তি বলে। পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকেই আসা বা সূর্যকিরণ ব্যবহৃত হয়ে তৈরি হয়েছে।
সৌরশক্তির ব্যবহার
শীতের দেশে ঘরবাড়ি গরম রাখার কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়। শস্য, সবজি উৎপাদন কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়। মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করে তা বহুদিন সংরক্ষণ করা যায়। সৌরশক্তি দ্বারা বয়লারে বাষ্প তৈরি করে তড়িৎ উৎপাদনের জন্য টার্বাইন ঘোরানো হয়। সৌরকোষে সৌরশক্তি ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা যায়। সৌরচুলায় রান্নার জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়। উত্তল লেন্স ব্যবহার করে আগুন ধরানোর জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়।