সপ্তম অধ্যায় : বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য, নবম-দশম শ্রেণি

চাল কোন জাতীয় খাদ্য?

 

 

 

 

 

 

 

উত্তরঃ শর্করা।

মা ও শিশুর অপুষ্টির অন্যতম কারণ কি?

উত্তরঃ ঘন ঘন মা হওয়া।

প্রজনন কী?

উত্তরঃ সন্তান জন্মদান।

হরমোনজনিত কারণে কিশোরদের শারীরিক কী পরিবর্তন ঘটে?

উত্তরঃ বুক ও কাঁধ চওড়া হয়।

ইকোলালিয়া কি?

উত্তরঃ ইকোলালিয়া হলো কোনো অটিস্টিক শিশুর একটি নির্দিষ্ট শব্দ বারবার এক নাগাড়ে বলা।

 

অটিজম কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তরঃ অটিজম হওয়ায় সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি। তবে জন্মপূর্ব, জন্মকালীন ও জন্ম পরবর্তী যে কোনো সময়ে জেনেটিক এবং ঝুঁকিপূর্ণ পরিবেশের প্রভাবে অটিজম হতে পারে।

নিরাপদ মাতৃত্ব কী?

উত্তরঃ গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর সময়ে মায়ের সুস্থতা বজায় রাখাই হলো নিরাপদ মাতৃত্ব।

প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান থাকা জরুরী কেন? ব্যাখ্যা করো।

উত্তরঃ পরবর্তী প্রজন্মের নিরাপদ জন্ম ও সুস্বাস্থ্য বর্তমান প্রজন্মের সুস্বাস্থ্য তথা সুস্থ প্রজননতন্ত্রের উপর নির্ভর করে। তাই স্বাস্থ্যকর, নিরাপদ ও আনন্দময় জীবন যাপনের জন্য প্রত্যেকের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।