তরঙ্গস্থিত স্পন্দিত একটি বস্তুকণা যে সময়ে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য (Wave length) বলে।
অথবা, তরঙ্গ প্রবাহের অভিমুখে মাধ্যমের পর পর সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে ঐ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যকে λ (ল্যাম্বডা) দ্বারা প্রকাশ করা হয়।
কোনো তরঙ্গের বেগ v এবং সে তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক f হলে,