ক্যাভিটেশন কি? ক্যাভিটেশন কেন হয়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ক্যাভিটেশন এক প্রকার যান্ত্রিক ক্ষয়, যা পাম্পে ইম্পেলার এবং কেসিং-এর উপর সৃষ্টি হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

ক্যাভিটেশন কেন হয়?

ইম্পেলার হতে পানি কেসিং-এর মধ্যে প্রবেশ কালে কিছুটা শূন্যতার সৃষ্টি হয়। ফলে পানি হতে এক প্রকার বুদবুদ ও বাষ্পের সৃষ্টি হয়। পাম্প চলাকালীন এই ঘটনা বারবার সংঘটিত হতে থাকে, ফলে সৃষ্ট বুদবুদগুলি পানির সাথে প্রবাহিত হয়ে পাম্পের উচ্চ চাপ সৃষ্টিকারী অংশে প্রবেশকালে বিচ্ছুরিত বা ফেঁটে যায়। এর ফলে অতি উচ্চচাপ সৃষ্টি হয় এবং তা ইম্পেলারের উপর অতি সূক্ষ্ম গর্তের সৃষ্টি করে।