যৌগিক বা মিশ্র অক্সাইড কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যেসব অক্সাইডে একই মৌলের দুটি ভিন্ন জারণ অবস্থার মিশ্রণ বা যৌগ রুপে থাকে তাদেরকে মিশ্র বা যৌগিক অক্সাইড বলে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

যেমনঃ ফেরোসোফেরিক অক্সাইড (Fe₃O₄) হচ্ছে ফেরাস অক্সাইড (FeO) ও ফেরিক অক্সাইড (Fe₂O₃) এর মিশ্রণ। যৌগ দুটিতে আয়রনের জারণ অবস্থা +2 ও +3।
ট্রাই প্লাম্বিক টেট্রা অক্সাইড (Pb₃O₄) হচ্ছে (2PbO) ও (PbO₂) এর মিশ্রণ।
যৌগ দুটিতে লেডের জারণ অবস্থা +2 ও +4।