যখন একটা বিশেষ কাজের জন্য আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন তাকে কাস্টমাইজড সফটওয়্যার (Customized Software) বলে।
কাস্টমাইজড সফটওয়্যারের বৈশিষ্ট্য
কাস্টমাইজড সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হলোঃ
- বিশেষ কাজের ধরন অনুযায়ী বিশেষ ধরনের এই সফটওয়্যারটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয়।
- এ ধরনের সফটওয়্যার পরিচালনার জন্য অনেক ক্ষেত্রেই প্রোগ্রামিং দক্ষতার প্রয়োজন হয়।
- নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের জন্য তৈরিকৃত কাস্টমাইজড সফটওয়্যারটি বেশির ভাগ ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের বা সর্বসাধারণের ব্যবহারযোগ্য নয়।
- এ সকল সফটওয়্যার সাধারণত উচ্চমূল্যে ক্রয় করা লাগে।