কাইমেরাপ্লাস্টি হলো জিন থেরাপির একটি নন-ভাইরাল পদ্ধতি, যার সাহায্যে অকার্যকর জিনকে কোষের মধ্যে রেখে সংশোধন করা হয়। কাইমেরাপ্লাস্টি DNA-এর ছোট ছোট খণ্ডকে অকার্যকর কোষের নিউক্লিয়াসে প্রতিস্থাপন করে। ফলে কোষের DNA এবং Chimeraplasty-এর মধ্যে একটি বন্ধন তৈরি হয় এবং শুদ্ধ DNA দ্বারা আক্রান্ত DNA কে প্রতিস্থাপন করা হয়।
এন্ডোসকোপি বলতে কী বুঝ?
এন্ডোসকোপি বলতে সাধারণভাবে কোনো কিছুর ভিতরে দেখাকে বুঝায়। কিন্তু এন্ডোসকপি বলতে আমরা বুঝি চিকিৎসাজনিত কারণে বা প্রয়োজনে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গ বা গহ্বরকে বাহির থেকে পর্যবেক্ষণ।
ব্যবহার : এন্ডোসকোপি যন্ত্রের মাধ্যমে আমরা শরীরের ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা করে থাকি। নিচে বর্ণিত বিভিন্ন অঙ্গ পরীক্ষা করার জন্য এন্ডোসকোপি ব্যবহৃত হয়।
এগুলো হলো :
(ক) ফুসফুস, বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ; (খ) পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র বা কোলন; (গ) স্ত্রী প্রজনন অঙ্গ; (ঘ) উদর এবং পেলভিন; (ঙ) মূত্রথলির অভ্যন্তরভাগ; (চ) নাসাগহ্বর এবং নাকের চারপাশের সাইনাসসমূহ; (ছ) কান।