ওয়ার্ড প্যাড কি? ওয়ার্ড প্যাড এর ব্যবহার – What is Word Pad?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ওয়ার্ড প্যাড (Word Pad) হলাে Windows অপারেটিং সিস্টেমের সাথে একটি ওয়ার্ড প্রসেসিং প্রােগ্রাম।

ওয়ার্ড প্যাডের ব্যবহার: নিচে ওয়ার্ড প্যাডের প্রধান প্রধান ব্যবহার তুলে ধরা হলাে–

  • কোনাে একক ক্যারেক্টারের ফন্ট, স্টাইল, আকার ইত্যাদি ফরমেট করা যায়।
  • কোনাে প্যারাগ্রাফের লাইন স্পেসিং, ইন্ডেন্ট, মার্জিন নির্ধারণ করা যায়।
  • ট্যাব সেট করা যায়।
  • কোনাে টেক্সট রিপ্লেস করা যায়।
  • হেডার ও ফুটার নির্ধারণ করা যায়।
  • পৃষ্ঠাসমূহের পৃষ্ঠা নম্বর প্রদান করা যায়।
  • যেকোনাে গ্রাফ সংযােজন ও সংশােধন করা যায়।
  • ডকুমেন্ট সংরক্ষণ ও প্রিন্ট করা যায়।