আয়োডিন কি? আয়োডিন এর ব্যবহার – What is iodine?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আয়োডিন একটি রাসায়নিক মৌলিক পদার্থ, যার রাসায়নিক চিহ্ন বা প্রতীক I এবং এর পারমাণবিক সংখ্যা ৫৩। এটি পর্যায় সারণীর গ্রুপ-১৭-তে অবস্থিত একটি মৌল।

আয়োডিনের ব্যবহার

আয়োডিনের ব্যবহার নিম্নরূপঃ
১. গলগন্ড রোগের চিকিৎসায় আয়োডিন ব্যবহার করা হয়।
২. ঔষধ ও আয়োডোফরম তৈরিতে আয়োডিন ব্যবহার করা হয়।
৩. জীবাণুনাশক হিসেবে ও পচন রোধক হিসেবে টিংচার আয়োডিন ব্যবহার করা হয়।
৪. বিভিন্ন আয়োডিন লবন ও কতিপয় রঞ্জক পদার্থ তৈরিতে আয়োডিন ব্যবহার করা হয়।