সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজ অনুমোদিত কর্মপদ্ধতি। যার মাধ্যমে মানুষ তাদের বহুমুখী প্রয়োজন পূরণের জন্য নানাবিধ কার্যক্রম সংগঠন, পরিচালনা ও সম্পাদন করে।
সমাজের স্থায়ী সংস্থাগুলোর অস্তিত্ব রক্ষার নিয়ামক হিসেবে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কাজ করে। এসবের মধ্যে পরিবার, বিদ্যালয় অন্যতম। পরিবারের মাধ্যমে নরনারী তাদের জৈবিক চাহিদা, সন্তান উৎপাদন, তার প্রতিপালন প্রভৃতি সমাধা করে। আবার বিদ্যালয়ের মাধ্যমে এর সদস্যদের আত্মবিশ্বাসী, সংযমী, সংস্কারমুক্ত ও বাস্তবধর্মী করে গড়ে তোলে।
সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলি ও ভূমিকা
সমাজের শৃঙ্খলা, সংহতি ও কার্যকারিতা সবকিছুর প্রধান নিয়ামক হলো সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য কাজসমূহ হলো:
১. ইহা মানুষের নানামুখী প্রয়োজন পূরণ করে;
২. ইহা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে;
৩. সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক পরিচিতি মর্যাদা লাভ এবং সামাজিক সম্পর্ক নির্ধারিত হয়;
৪. ইহা মানুষের সামাজিক ভূমিকা নির্ধারণ করে;
৫. ইহা সামাজিক ঐক্য ও সংহতি রক্ষা করে;
৬. ইহা সামাজিকীকরণের সহায়তা করে;
৭. ইহা সামাজিক সমস্যা সমাধান ও নিয়ন্ত্রণে সহায়তা করে।
সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজদেহের কার্যনির্বাহী অঙ্গস্বরূপ। সমাজের উন্নতি, বিকাশ ও স্থায়িত্বের মূলে রয়েছে সামাজি প্রতিষ্ঠান। এটি সমাজস্থ মানুষের আচার–আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে সমাজকে সুসংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যায়। তাই সমাজের উন্নয়নে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।