ওপেন সোর্স এবং প্রোপ্রায়েটারি অপারেটিং সিস্টেম এর মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ওপেন সোর্স অপারেটিং সিস্টেম

  • ফ্রিতে বা কমদামে পাওয়া যায়।
  • নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী।
  • ব্যবহারকারী তার প্রয়োজন মতো সহজে কাস্টমাইজ করতে পারেন।
  • ভেন্ডরদের কাছে ব্যবহারকারীরা কম নির্ভরশীল।
  • সাধারণত বাণিজ্যিকভাবে এ ধরনের সফটওয়্যার তৈরি করা হয় না বিধায় এর বড় কোন উন্নয়ন হওয়ার নিশ্চয়তা থাকে না।
  • ট্রাবলশুটিং করার জন্য সুনিশ্চিত সার্ভিস কম পাওয়া যায়।
  • এগুলোর সোর্সকোড দেয়া থাকে। তাই ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী এডিট করতে পারেন।
  • কম ফিচার সমৃদ্ধ।
  • নির্দিষ্ট কোন অবস্থায় থাকে না বিধায় এ ধরনের সফটওয়্যারসমূহের জন্য ভাইরাস লেখা হয় না। তাই এগুলো ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয় না।

 

প্রোপ্রায়েটারি অপারেটিং সিস্টেম

  • এগুলো টাকা দিয়ে কিনতে হয়। ফ্রি পাওয়া যায় না।
  • নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম শক্তিশালী।
  • ব্যবহারকারী তার প্রয়োজন মতো সহজে কাস্টমাইজ করতে পারেন না।
  • ভেন্ডরদের কাছে ব্যবহারকারীরা সম্পূর্ন নির্ভরশীল।
  • সাধারণত বাণিজ্যিকভাবে এ ধরনের সফটওয়্যার তৈরি হয় বিধায় বাণিজ্যিক কারণে এর উন্নয়ন হওয়ার নিশ্চয়তা থাকে।
  • এসব সফটওয়্যারের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সর্বদা এর কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকে।
  • এগুলোর সোর্সকোড দেয়া থাকে না। তাই ব্যবহারকারী কোন প্রকার এডিট করতে পারেনা।
  • বেশি ফিচার সমৃদ্ধ।
  • এ ধরনের সফটওয়্যারসমূহের জন্য বেশি ভাইরাস লেখা হয়। তাই এগুলো ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হতে পারে।