তড়িৎবীক্ষণ যন্ত্রে স্বর্ণপাত ব্যবহার করা হয় কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

তড়িৎবীক্ষণের পাত দুটি খুব হালকা ও পাতলা হওয়া দরকার। পাত দুটিতে সমপ্রকৃতির আধান থাকে বলে বিকর্ষণ বলের প্রভাবে পাত দুটি বিস্ফোরিত হয়। পাত দুটি হালকা হলে বিস্ফোরণ বেশি হবে এবং পর্যবেক্ষণের সুবিধা হবে। স্বর্ণকে খুব পাতলা পাতে পরিণত করা যায়। উপরন্তু এ ধাতুর সঙ্গে বায়ুর কোনো রাসায়নিক ক্রিযা না হওয়ায় পাতটি সহজে নষ্ট হয় না। এসব কারণে তড়িৎবীক্ষণে স্বর্ণপাত ব্যবহার করা হয়।