মাল্টিপারশিয়েট ভাইরাস কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ ধরনের ভাইরাস (যেমন- Tequila) মাল্টিপল অবজেক্টকে আক্রান্ত করে। Tequila ভাইরাসে আক্রান্ত exe ফাইল রান করলে এটি মাস্টার বুট রেকর্ডে (MBR) নিজেকে স্থাপন করে নেয়। যখন কম্পিউটার বুটআপ করা হয় Tequila মাস্টার বুট রেকর্ড থেকে রান হয় এবং মেমােরি রেসিডেন্টে যায়। Tequila মেমােরি রেসিডেন্ট হলে exe ফাইলসমূহকে আক্রান্ত করে। অন্যান্য ভাইরাস যেমন- Anticad এর কতগুলাে com, exe এবং MBRs interchangeabley আক্রান্ত করে। কতগুলাে আবার com, exe, MRBs এবং ডিভাইস ড্রাইভারসমূহকে আক্রান্ত করে।