ধারকের শক্তি বলতে মূলত একটি চার্জিত ধারকের সঞ্চিত শক্তিকে বুঝায়। একটি ধারককে চার্জিত করতে থাকলে ধারকস্থিত চার্জ নবাগত চার্জকে বিকর্ষণ করে। ফলে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ সম্পাদন করে ধারকটিকে চার্জিত করতে হয়। এভাবে কোন ধারককে চার্জিত করতে মোট কৃত কাজ উক্ত ধারকে শক্তিরূপে সঞ্চিত থাকে। এই শক্তিকে ধারকের স্থিতিশক্তি বা বিভব শক্তি বলে। ধারকের এই শক্তি পরবর্তীতে বর্তনীতে তড়িচ্চালক শক্তিরূপে রূপান্তরিত হয়ে তড়িৎ প্রবাহ চালনা করে। ধারকের ডিসচার্জিং এর সময় এই শক্তি তড়িৎ প্রবাহসহ অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়।