ধর্মগ্রন্থ ও সাধারণ গ্রন্থের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

ধর্মগ্রন্থ ও সাধারণ গ্রন্থের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো–

ধর্মগ্রন্থ

 

 

 

 

 

 

 

 

 

  • যে গ্রন্থে ধর্মের কথা থাকে, তাকে ধর্মগ্রন্থ বলে।
  •  ধর্মগ্রন্থে থাকে ঈশ্বরের বাণী ও মাহাত্ম্যের বর্ণনা।
  •  ধর্ম গ্রন্থে সৎ ও পরিশুদ্ধ জীবনযাপনের বিধিবিধান থাকে।
  •  ধর্মগ্রন্থে আমাদের মঙ্গল হয় এমন উপদেশ থেকে।
  •  নৈতিক শিক্ষা পেয়ে থাকি।

সাধারণ গ্রন্থ

  •  যে গ্রন্থে নির্দিষ্ট করে কোনো কিছুর উল্লেখ থাকে না, তাকে সাধারণ গ্রন্থ বলে।
  •  সাধারণ গ্রন্থে ঈশ্বরের বাণী ও মাহাত্ম্যের বর্ণনা থাকে না।
  •  সাধারণ গ্রন্থে জীবনযাপনের বিধিবিধান থাকে না।
  •  এমন কোনো উপদেশ থাকে না।
  •  নৈতিক শিক্ষা তেমন একটা পাওয়া যায় না।