আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করে তখন তাকে জীবাত্মা বলে।
জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই’- ব্যাখ্যা করো।
জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। এ পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করেন বলেই জীবের চেতনাশক্তি আছে। এই চেতনাই জীবাত্মা। মানুষের মৃত্যুর মাধ্যমে কেবল দেহের ধ্বংস হয়। কিন্তু আত্মা বেঁচে থাকে। আত্মার শুধু স্থানান্তর ঘটে। এ কারণেই বলা হয় জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই।